প্রকাশিত: Thu, Mar 9, 2023 2:51 PM আপডেট: Mon, Jan 26, 2026 5:55 PM
সিদ্দিকবাজারে বিস্ফোরণ, ভবনে আর কোনো ভিকটিম নেই: ফায়ার সার্ভিস
নিখোঁজ মেহেদীর মৃতদেহ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ২১
মাসুদ আলম: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিখোঁজ মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ভবনের বেজমেন্ট থেকে তার মরদেহ বের করে আনা হয়। এর আগে বুধবার রাত সাড়ে ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. মুসা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালেও উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। ভবনের বেজমেন্টে ওয়াসার পানির লাইন থেকে পানি এসে ভরে যায়। ফলে উদ্ধার অভিযানে ব্যাঘাত হয়। বেজমেন্টে ৩ থেকে ৪ ফুট পানি জমে যায়। পরবর্তীতে পাম্প দিয়ে পানি অপসারণ শুরু করা হয়। দুপুরে বেজমেন্টের দক্ষিণ পাশে সিঁড়ির নিচে মেহেদীর মরদেহ পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের ঢাকা সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, বুধবার দুটি মরদেহ পাওয়া গিয়েছিল। ভবনে আর কোনো ভিকটিম নেই বলে নিশ্চিত হওয়া গেছে। ভবনের বেজমেন্টে বাংলাদেশ স্যানিটারি নামে একটি দোকান ছিল। মেহেদী ছিলেন ওই দোকানের ব্যবস্থাপক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমরা তাদের জন্য সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
ভবনটি ভাঙা হবে নাকি সংস্কার, দ্রুতই সিদ্ধান্ত হবে: রাজউক
মাসুদ আলম: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (উন্নয়ন) ইঞ্জিনিয়ার মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী বলেন, রাজধানীর সিদ্দিকবাজারে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলা হবে নাকি সংস্কার করা হবে তা দ্রুত সময়েই জানানো হবে। ভবনটি স্টেবল (দাঁড় করিয়ে রাখা) করার কাজ শুরু হচ্ছে । বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিস্ফোরণে কলামগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনের ভার নিতে পারছে না। তাই কলামগুলোকে আলাদা করে ভবনের ভার নেওয়ার উপযোগী করতে হবে। ভবনটি দাঁড় করানোর উপযোগী অর্থাৎ ‘স্টেবল’ করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। পরে বোঝা যাবে ভবনটি ভেঙে ফেলতে হবে নাকি ব্যবহার উপযোগী করা যাবে। ভবনটি যাতে পড়ে না যায় আগে সে কাজটি করার ওপর জোর দেন তিনি।
রাজউকের সংস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তা তন্ময় দাশ বলেন, অনেক পুরনো এই ভবনের নথি ম্যানুয়ালভাবে রাখা। বুধবার শবে বরাতের ছুটি থাকায় নথি খুঁজতে দেরি হয়েছে। কয়তলার অনুমতি ছিল সেটা নথি দেখলে জানা যাবে। বেজমেন্টসহ নিচতলার কলাম ও পিলার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত সময়ের মধ্যেই জানানো হবে কি করা হবে। তবে ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
সিদ্দিকবাজারের ভবনটি নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি: ডিবি
ভবন মালিকসহ ৩ জন রিমান্ডে
মাসুদ আলম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ বলেন, রাজউকের দেখা উচিত ছিল যে অনুমতি নিয়ে বিল্ডিং কোড মেনে ভবনটি নির্মাণ করা হয়েছিল কি না। রাজউক, সিটি করপোরেশনসহ তিতাসের যেসব ব্যক্তিদের দেখার কথা ছিল তারা এগুলো দেখেছেন কি না সেটিও তদন্ত চলবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার দুই ভবন মালিকসহ তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন- ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টে ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক আ. মোতালেব মিন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর সম্পর্কে আপন দুই ভাই।
হারুণ আরও বলেন, ১০ তলা ভবনের প্ল্যান করা হলেও ১৯৯২ সাল পর্যন্ত বেজমেন্ট ও একতলা কমপ্লিট ছিল। বেজমেন্টে ছিল রান্নাঘর আর একতলায় ছিল খাবারের হোটেল। এই রান্নাঘরে কমার্শিয়াল গ্যাসের বড় লাইন ছিল যা পরে লিখিতভাবে তিতাসের কাছে সারেন্ডার করা হয়।
হারুন অর রশীদ বলেন, বেজমেন্টের দোকানের মালিক বিল্ডিং কোড না মেনে ভাড়া নিয়ে বেইজমেন্টের ১ ইঞ্চি জায়গাও ফাঁকা না রেখে ডেকোরেশন করে দোকান বানিয়ে সেখানে তার কর্মচারী ও ক্রেতা সাধারণের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। এত প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি তাই ভবনের মালিক এবং দোকানদারের স্বেচ্ছাচারিতা, লোভ ও অবহেলার ফল। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট